তরুণরাই তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তরুণরাই দেশের ভাগ্য নির্ধারণ করবে।

তিনি গতকাল শনিবার তরুণদের রানঅফ ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান। খবর ডেইলি সাবাহর।

আগামী ২৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ রানঅফ ভোট।

গত ২১ বছর ধরে তুরস্ক শাসন করছে এরদোগানের একে পার্টি। তবে এবারের নির্বাচনে বেশ বেগ পেতে হচ্ছে এরদোগানকে।

গত ১৪ মে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। কিন্তু ওই নির্বাচনে এরদোগান জয়ী হলেও তার প্রাপ্ত ভোট ৪৯.৫২ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশের নিচে হওয়ায় তা দ্বিতীয় দফায় গড়িয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

হাসিনাকে ফেরত পাঠানো হোক, চান উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ

Sufian Farabee

ইসরায়েলের তথ্যমন্ত্রী পদত্যাগ করার সিদ্ধান্ত

নূর নিউজ

কানাডীয় কূটনীতিককে তলব করল দিল্লি

নূর নিউজ