সেই তালেবানের মুখে পশ্চিমা সূর

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি পদত্যাগ করতেই, দেশের দখল নিয়েই তালেবান এক মুখপাত্রের কণ্ঠে কি পাশ্চাত্যের সুর? মুখপাত্র বলেন, আফগান নারীদের কাজে ও শিক্ষায় পুরুষদের সমানাধিকার দেয়া হবে। শুধু হিজাব পরাটা তাদের জন্য হবে বাধ্যতামূলক। এ কোন তালেবান? ১৯৯৬ থেকে ২০০১ – তাদের শাসনকালেই না আইন করা হয়েছিল মেয়েরা চাকরিতে যেতে পারবে না! ডাক্তারি ছাড়া কোনো উচ্চশিক্ষাই তারা নিতে পারবে না। এমনকি মেয়েদের চিকিৎসা করার পথেও তালেবানরা কিছু বিধি-নিষেধ জারি করেছিল। তারা জাতিসংঘের চার্টার অমান্য করে এক লক্ষ ষাট হাজার আফগানকে খাদ্য থেকে বঞ্চিত করেছিল। স্কুল, কলেজ, মাদ্রাসায় আগুন লাগিয়ে দিয়েছিল। দেওবন্দী মৌলবাদের অনুসারী হয়ে শরিয়া প্রবর্তন করেছিল আফগানিস্তানে। একচক্ষু শাসক মোল্লা মোহাম্মদ ওমর অত্যাচারের রথ চালিয়ে দিয়েছিলেন আফগান জনগণের ওপর।

এ জাতীয় আরো সংবাদ

বিদ্যুৎ সাশ্রয় : এবার ফ্যানের উৎপাদন-বিক্রয় বন্ধ হচ্ছে পাকিস্তানে

নূর নিউজ

ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নূর নিউজ

ইউসুফ কারজাভির ইন্তেকালে চরমোনাই পীরের মাগফিরাত কামনা 

নূর নিউজ