তুরস্কে নবী সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ, চার কার্টুনিস্ট গ্রেপ্তার

তুরস্কের ইস্তাম্বুলে হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সিএনএন জানায়, ইসলাম ধর্মের মহানবীকে অপমান করার অভিযোগে চারজন কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। ইস্তাম্বুলের লেমান ম্যাগাজিনে প্রকাশিত একটি কার্টুনকে কেন্দ্র করে এই গ্রেপ্তার এবং উত্তেজনার সূচনা হয়। ম্যাগাজিনটির ২৬ জুন ২০২৫ সংখ্যায় ওই কার্টুন প্রকাশিত হয়।

ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে ম্যাগাজিনের সম্পাদকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগ, কার্টুনে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

তবে ম্যাগাজিনের প্রধান সম্পাদক তুনচায় আকগুন দাবি করেন, “এটি নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে নয়, বরং গাজায় নিহত একজন মুসলিমের কাল্পনিক নাম হিসেবে ‘মোহাম্মদ’ ব্যবহার করা হয়েছে।” যদিও তুরস্কের সাধারণ জনগণ তার এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন এবং কঠোর আইনি ব্যবস্থা দাবি করছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

আগাম নির্বাচনের আগে রাইসি’র স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ মোখবার

নূর নিউজ

রাজনৈতিক মত প্রকাশের জন্য কাউকে জেলে নেওয়া উচিত নয়: জাতিসংঘ

নূর নিউজ

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত অন্তত ২৪

নূর নিউজ