তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত , ১১ সেনা নিহত

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১১ সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (০ মার্চ) এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা আনাদোলূ এজেন্সির খবরে বলা হয়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের।

তুর্কি কর্মকর্তারা জনিয়েছেন, ভুক্তভোগীদের মধ্যে নয়জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।

নিহতদের মধ্যে তুর্কি সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালীন একটি টুইট বার্তায় বলেছেন, আমরা খুব ব্যথিত ।

এ জাতীয় আরো সংবাদ

মক্কায় প্রচণ্ড ঝড়, উড়িয়ে নিল মসজিদের কর্মী-ওমরাহযাত্রীদের

নূর নিউজ

পবিত্র ওমরা পালন করলেন ইবিট লিও

নূর নিউজ

তুরস্কে ভণ্ড ‘ধর্ম প্রচারকের’ ১০৭৫ বছরের জেল

আলাউদ্দিন