তুষারপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, ৫০ বছরের রেকর্ড ভাঙল

তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য। বিশেষ করে দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই রাজ্যে চলতি মাসের তুষারপাত গেল ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক তাহো এলাকায় ২০০ দুই দশমিক দুই ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছে। যা বিগত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে।

সবশেষ ১৯৭০ সালে ১৭৯ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছিল।

এদিকে ভারি তুষারপাতের কবলে পড়েছে জাপান এবং চীনও। তুষারপাতে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পাছপালা, ঘরবাড়ি রাস্তাঘাটে জমেছে বরফের পুরু স্তর। পরিচ্ছন্নকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও পরিষ্কার করছেন আশপাশের রাস্তাঘাট।

সূত্র: ইউএসএ টুডে

এ জাতীয় আরো সংবাদ

করোনায় ক্ষত-বিক্ষত যুক্তরাষ্ট্র, ৩শতাধিক বাংলাদেশীর মৃত্যু

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হতে পারে:সিডিসি

আনসারুল হক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় নিহত ৪

আনসারুল হক