তৃতীয়বারের মতো ‘মানবিক করিডোরের’ প্রস্তাব রাশিয়ার

বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে সুযোগ দেওয়ার জন্য রাশিয়া মানবিক করিডোর ঘোষণা করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ নিয়ে তৃতীয়বারের মতো ‘মানবিক করিডোরের’ প্রস্তাব করল রাশিয়া। স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই করিডোর কার্যকর হবে।

কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপোল শহরের বাসিন্দারা নিরাপদ করিডোর ব্যবহারের সুযোগ পাবেন।

এই সপ্তাহে তৃতীয়বারের মতো এ ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গতকালের যুদ্ধবিরতিতে তারা সুমি শহর থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে চেরনিহিভ শহরে রাশিয়ার গোলা হামলার কারণে এ ধরনের উদ্যোগ ভেস্তে গেছে।

এ জাতীয় আরো সংবাদ

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ

নূর নিউজ

কাতার চ্যারিটিতে চাকরির সুযোগ!

নূর নিউজ

ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে: রাশিয়া

নূর নিউজ