থাইল্যান্ডে মদের পার্টি করার সময় ৪ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র কো ফানগান দ্বীপে এক বিলাসবহুল ভিলায় পার্টির সময় মাদকসহ ৪ ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিজেদের ইসরায়েলি সেনা সদস্য বলে দাবি করেছেন এবং জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা উপলক্ষে পার্টি করছিলেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ব্যাংকক পোস্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে সুরাত থানি প্রদেশের বান শ্রী থানু এলাকায় শব্দ নিয়ে অভিযোগের পর পুলিশ ওই ভিলায় অভিযান চালায়। সেখানে ২৬ থেকে ২৭ বছর বয়সী চার ইসরায়েলিকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। তল্লাশিতে তাদের কাছ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানান, তারা ছুটিতে এসে পার্টি করছিলেন এবং তাদের সঙ্গে আরও ১০-১৫ জন ইসরায়েলি নাগরিক উপস্থিত ছিলেন। শব্দসংক্রান্ত অভিযোগ পাওয়ার পর বাকিরা সেখান থেকে চলে যান।

পরে চারজনকে কো ফানগান হাসপাতালে নিয়ে গেলে তাদের শরীরে কোকেন ও মেথামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।

ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক লেফটেন্যান্ট কর্নেল উইনিট বুনচিত জানান, অভিযুক্তরা স্বীকার করেছেন যে মাদক তারা পার্টিতে থাকা অন্যান্য ইসরায়েলিদের কাছ থেকে কিনেছিলেন, তবে তাদের নাম জানেন না বলে দাবি করেছেন।

সূত্র: ব্যাংকক পোস্ট

এ জাতীয় আরো সংবাদ

মক্কা ও মদিনায় আজ জুমা পড়াবেন যারা

নূর নিউজ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শাবান মাসের চাঁদ দেখা গেছে।

Sufian Farabee

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাওলানা হানিফ জলন্ধরি

নূর নিউজ