দেশ-জনকল্যাণে জীবন উৎসর্গ করেও ইমামগণ চরম অবহেলিত:  প্রেসক্লাবে জাতীয় ইমাম পরিষদ

জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে “কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা আজ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সভায় দেশের উল্লেখযোগ্য মসজিদসমূহের ইমাম-খতিব ও শীর্ষ ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, আদর্শ সমাজ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিহার্য। ইমাম ও খতিবগণ জুমুআর খুতবায় নামাজ, রোজা, হজ ও যাকাতের পাশাপাশি সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করেন। তারা ধর্মীয় ও নৈতিক নির্দেশনা দেন, সমাজের সমস্যাগুলোর কোরআন-হাদিস ভিত্তিক সমাধান তুলে ধরেন এবং মাদক, নারী-শিশু নির্যাতন ও জঙ্গিবাদ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখেন। এছাড়া প্রতিটি মসজিদে সকালের মক্তব পরিচালনার মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণেও তারা অবদান রাখছেন।

সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া বলেন, ‘দেশ ও জনগণের পক্ষে জীবন উৎসর্গ করে মেহনত করে যাচ্ছেন সে ইমামগণ অত্যন্ত অবহেলিত। অনেকেই সীমাহীন অভাব-অনটন, দুঃখ-দুর্দশার মধ্যে জীবনের যাপন করছেন। দেশের প্রায় তিন লাখ খতিব-ইমামের সচ্ছলভাবে জীবন যাপনের ব্যাপারে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই।

তিনি ইমামদের সচ্ছল জীবনের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সভা সঞ্চালনা করেন জাতীয় ইমাম পরিষদের মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ড. শহীদুল ইসলাম ফারুকী, মাওলানা শাঈখ উসমান গণী, মুফতী সুলতান মহিউদ্দিন, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী, মুফতী মুহাম্মদুল্লাহ নোমানী, মুফতী আমানুল্লাহ বসন্তপুরী, মুফতী সালীমুল্লাহ খান সালীম, মুফতী সাইফুল্লাহ নোমানী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা শফীউদ্দীন জিহাদী ও মাওলানা কামাল উদ্দীন নোমানী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

বৃষ্টির জন্য নামাজ পড়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

নূর নিউজ

জুমার দিন দ্রুত মসজিদে যাওয়ার বিষয়ে হাদিসে যা বলা হয়েছে

নূর নিউজ

তারাবিহ নামাজের জন্য ফিলিস্তিনিদের বিক্ষোভ: বাধা সরিয়ে নিলো ইসরাইল

আনসারুল হক