দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের

চরমোনাইয়ের পীরকে দেশের কোথাও মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘চরমোনাই পীরের দুটি দাঁত আওয়ামী লীগ ভেঙেছে, বাকি আমরা ভেঙে দেবো। বাংলার মাটিতে আপনাকে মাহফিল করতে দেওয়া হবে না। ভিক্ষা করে চলেন, অথচ অঢেল সম্পদের মালিক—এসবের হিসাব আপনাকে দিতে হবে। ওলামা দল শিগগিরই দুর্নীতি দমন কমিশনে (দুদক) আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে কথা বলার আগে সাবধানে ও অজু করে বলবেন। আমাদের জাতীয় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সহ্য করা হবে না। আমাদের চেয়ারম্যান হুকুম দিলে, আপনাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতেও পিছপা হবো না।’

এ জাতীয় আরো সংবাদ

শিঘ্রই সরকার পতনের আন্দোলনে নামবেন খালেদা জিয়া: ফখরুল

নূর নিউজ

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আনসারুল হক

‘মুরাদকে নিরাপদ জায়গায় প্রধানমন্ত্রীই পাঠিয়েছেন’

নূর নিউজ