দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ।

তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

২৫ মার্চ রাতে কোনো আলোকসজ্জা করা যাবে না

আলাউদ্দিন

করোনা থেকে বাঁচতে টিকার ওপর নয় সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে হবে: শামীম ওসমান

আলাউদ্দিন

গরমে স্বস্তি দিতে জাতীয় ঈদগাহে ৭০০ পাখা

নূর নিউজ