নভেম্বরেই শেষ হবে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভাসমূহ শেষ হবে। এরপর নির্বাচন কমিশন কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করবে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মাহফুজ আলম বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের মোট ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবনার মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো প্রশাসন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা পর্যালোচনা করছেন। সময়সীমা কম থাকায় সব প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “আমাদের হাতে এখন এক মাস সময় আছে। কারণ এসব সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রিসভায় বা নীতিমালা প্রণয়নের মাধ্যমে। নভেম্বরের পর আর সেগুলো করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নামমাত্র সংবাদপত্র, সাংবাদিকদের যোগ্যতা এবং নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রপাগান্ডা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। উত্তরে তথ্য উপদেষ্টা জানান, মন্ত্রণালয় ইতোমধ্যে নামমাত্র পত্রিকার তালিকা তৈরি করেছে। সাংবাদিক সমাজের সমর্থন পেলে, যেসব পত্রিকা গত এক বছরে একদিনও ছাপা হয়নি—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন নীতিমালা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “সরকার সংবাদপত্রের প্রচারসংখ্যা কমানো ও বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে। বর্তমান বিজ্ঞাপনের হার দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে, তবে শর্ত হলো—সংবাদপত্রকে প্রকৃত প্রচারসংখ্যা প্রমাণ করতে হবে এবং সাংবাদিকদের সরকারি নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন দিতে হবে। বেসিক স্যালারি না দিলে কোনো পত্রিকা এই সুবিধা পাবে না।”

আওয়ামী লীগের প্রভাবমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে আমরা পুরোপুরি সফল না হলেও চেষ্টা করা হয়েছে। শেখ মুজিবের সময়ের মতো মিডিয়া বন্ধ করার কোনো নীতি বর্তমান সরকারের নেই। তাই কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি।”

এ জাতীয় আরো সংবাদ

ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা কি আদৌ কার্যকর হবে?

নূর নিউজ

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

নূর নিউজ

দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে

নূর নিউজ