নামাজে টুপি খুলে গেলে করণীয়

নামাজে টুপি পরিধান করা সুন্নত এবং অবহেলা করে টুপি পরিধান না করে নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়া অবস্থায় টুপি মাথা থেকে পড়ে গেলে তা আবার মাথায় উঠিয়ে নেওয়া উত্তম। এক্ষেত্রে নিয়ম হলো, টুপি মাথায় উঠাতে এক হাত ব্যবহার করা। তা হলে নামাজে কোনো সমস্যা হবে না। কিন্তু টুপি উঠাতে দুই হাত ব্যবহার করলে আমলে কাসির হয়ে যাবে। তাতে নামাজ ভেঙে যাবে।

হজরত যুহাইর রহ. বলেন, আমি প্রখ্যাত তাবেই আবু ইসহাক আসসাবিয়িকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়ছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরছেন। (তাবাকাতে ইবনে সাদ : ৬/৩১৪; রদ্দুল মুহতার : ১/৫৮৪, আহসানুল ফতোয়া : ৩/৪২০)

এ জাতীয় আরো সংবাদ

হজের বিষয়ে আর্থিক লেনদেন না করতে সরকারের অনুরোধ

আনসারুল হক

হামলাকারীরা আল্লামা শফী ও জুনায়েদে বাবুনগরী রহ. এর কবরে ইটেপাটকেল নিক্ষেপ করে: হাটহাজারী মাদরাসা

আনসারুল হক

দাঁত পরিষ্কারের প্রতি মহানবী সা. যেভাবে গুরুত্ব দিয়েছেন

নূর নিউজ