নিখোঁজের দুই দিন পর নদী থেকে ইমামের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিখোঁজের দুই দিন পর ক্ষিরাই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঘিওরের পুখুরিয়া এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিম ও নারগিস বেগমের ছেলে। প্রায় এক বছর ধরে তিনি ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমামতি করছিলেন।

স্থানীয়রা জানান, রোববার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে জোহরের নামাজের সময় থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করলেও তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।

ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ জাতীয় আরো সংবাদ

গিবত থেকে বেঁচে থাকলে যে উপকার পাবেন

নূর নিউজ

তাৎপর্যময় জিলহজের প্রথম দশক

আনসারুল হক

কোরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

আনসারুল হক