নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণের সাথে প্রতারণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীল উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ভোজ্যতেল, চাল, ডাল, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে ১০ টাকায় চাল দেয়ার কথা বলে এখন ৭০ টাকায় চাল কিনতে হচ্ছে। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে সকল রেকর্ড ভঙ্গ করেছে।

তিনি বলেন, একদিকে সরকার দুর্নীতিবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আঙ্গুল ফুলে বটগাছ বানাচ্ছে, দলীয় নেতাকর্মীরা উন্নয়নের নামে রাষ্ট্রের সম্পদ লুটতরাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ পরিবারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না।

এ জাতীয় আরো সংবাদ

ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

আওয়ামীলীগের বিচার ও নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

আনসারুল হক

দালালদের বৈধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

নূর নিউজ