নির্বাচন করতে ইচ্ছুক, এনসিপির হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনে অংশ নিলে বর্তমান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ আছে। তবে কীভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াব, তা এখনও নিশ্চিত নয়। নির্বাচন করলে অবশ্য বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব।”

তফসিল ঘোষণার আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া শিক্ষার্থীদের নতুন দল এনসিপি’তে যোগ দিয়ে তার প্রার্থী হওয়া হবে কি-না, সেটিও নিশ্চিত নয়। তিনি বলেন, “আমি কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব—এনসিপি’র হয়ে নাকি স্বতন্ত্র—তা এখনও ঠিক করিনি।”

আসিফ আরও মন্তব্য করেছেন, যে কেউ নির্বাচনে অংশ নিতে চান বা রাজনীতি করতে ইচ্ছুক, তাদের নির্বাচনী সরকারে থাকা উচিত নয়। তিনি বলেন, “এ বিষয়টি শুধুমাত্র আমি বা মাহফুজ আলমের ব্যাপার নয়। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবী রয়েছে। তাদের কারোও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।

এ জাতীয় আরো সংবাদ

গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ

আনসারুল হক

দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

আনসারুল হক

গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য; ফজলুকে শোকজ বিএনপির

আনসারুল হক