নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তিনি এ বিষয়েও সতর্ক করে জানিয়েছেন, অন্য কোনো দেশের হস্তক্ষেপ বা নির্বাচন বানচালের ষড়যন্ত্র যাতে সফল না হয়—তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে আনন্দমুখর ও উৎসবমুখর। যারা আগে কখনো ভোট দিতে পারেননি, তারা এবার প্রথমবারের মতো সুষ্ঠু ভোটের অভিজ্ঞতা পাবেন। আর যারা অতীতে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তারা এবার ভিন্ন চিত্র দেখবেন।

তিনি সতর্ক করে বলেন, দেশি-বিদেশি নানা চক্রান্তের মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা হতে পারে। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আরও স্পষ্ট করেন, “আমাদের লক্ষ্য নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এবারের নির্বাচন হবে সবার নির্বাচন, ভবিষ্যতের বাংলাদেশ গড়ার নির্বাচন।”

ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, এবারের ভোট হবে বাংলাদেশের আত্মমর্যাদা রক্ষার নির্বাচন, যেখানে বিদেশি হস্তক্ষেপের কোনো সুযোগ দেওয়া হবে না।

এছাড়া, তিনি আসন্ন দুর্গাপূজার সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, যারা গণ্ডগোল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে হবে। সারাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টার এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে ঘিরে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রেক্ষাপট তৈরি করেছে।

এ জাতীয় আরো সংবাদ

হজ নিবন্ধনের সময় বাড়ল ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

নূর নিউজ

শাপলা চত্বরে ব্লগার ফারাবীর মুক্তির দাবিতে বিক্ষোভ ও কর্মসূচি ঘোষণা

আনসারুল হক

অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতে ২৩ বাসের জরিমানা

নূর নিউজ