নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নেদারল্যান্ডসে পবিত্র কোরআন মাজিদ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‌এই ঘৃণ্য কাজে বাংলাদেশ চরমভাবে উদ্বিগ্ন।

সম্প্রতি উগ্র ডানপন্থীরা দ্য হ্যাগে পবিত্র কোরআনের অবমাননা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, পৃথিবীর যেকোনও প্রান্তে এবং যেকোনও কারণে মুসলিম ধর্মের প্রতি অবমাননা এবং একই সঙ্গে অন্য যেকোনও ধর্মের প্রতি অবমাননা প্রত্যাখ্যান করে বাংলাদেশ।

ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনও পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে। সম্প্রীতি ও সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

 

এ জাতীয় আরো সংবাদ

কুরআন গবেষণা করে রুশ যাজকের ইসলাম গ্রহণ!

নূর নিউজ

সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতিসংঘ

নূর নিউজ

আরব রাষ্ট্রগুলোকে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে

নূর নিউজ