ন্যাটোর মত আরব দেশগুলোর সম্মিলিত সামরিক জোট গঠনের উদ্যোগ

ন্যাটো সামরিক জোটের মত আরব দেশগুলোর একটি যৌথ সামরিক বাহিনী গঠনের উদ্যোগ নিয়ে আবারও আলোচনা শুরু করেছে। মিসরের প্রস্তাবে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতায় এ বাহিনী গঠনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে এক প্রতিবেদন থেকে জানা গেছে, এই বাহিনীতে আরব লীগের সদস্য দেশগুলোর সেনাদল ও সর্বাধুনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। নৌ, বিমান ও স্থল—তিন বাহিনী নিয়েই এটি গঠিত হবে। একই সঙ্গে আরব অঞ্চলে শান্তি মিশনেও অংশ নেবে এই বাহিনী।

উল্লেখ্য, ২০১৫ সালে মিসর শারম আল-শেখে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে প্রথমবার এই প্রস্তাব উত্থাপন করেছিল। নীতিগতভাবে অনুমোদন পেলেও পরবর্তী বৈঠকগুলোতে বিশেষ অগ্রগতি হয়নি। মূলত কমান্ড কাঠামো ও সদর দপ্তর নির্ধারণের প্রশ্নে ভিন্নমতের কারণে পরিকল্পনা থমকে যায়।

তবে সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করার ঘটনায় এই প্রস্তাব নতুন করে আলোচনায় এসেছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, মিসর কায়রোকে বাহিনীর সদর দপ্তর করার ওপর জোর দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনীধারী দেশ হিসেবে মিসর চাইছে প্রথম পর্যায়ে কমান্ডের দায়িত্ব তাদের হাতে থাকুক। পরবর্তী সময়ে আরব লীগের ২২ সদস্য রাষ্ট্রের মধ্যে ঘুরে ঘুরে এই দায়িত্ব পালিত হবে। এছাড়া বাহিনীর মহাসচিব পদে একজন বেসামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।

সূত্র: ডেইলি জং

এ জাতীয় আরো সংবাদ

কুমিল্লার ঘটনার জের, ত্রিপুরায় মুসলিম অঞ্চলগুলোতে উত্তেজনা

আনসারুল হক

নেদারল্যান্ডসে হাজিয়া সোফিয়া মসজিদে আবারাে ভাঙচুর

আনসারুল হক

৪১ দেশে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নূর নিউজ