পরিবর্তন করা হল কাবার গিলাফ

আরবি মাস জিলহজের ৯ তারিখে মক্কায় কাবার গিলাফ পরিবর্তন করা দীর্ঘ দিনের রীতি। তবে, এ বছর ঘটেছে তার ব্যতিক্রম।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার মসজিদে আল হারাম ও মদিনার মসজিদে নববীর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে।

ঈদুল আজহার আগে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন কাবার গিলাফ পরিবর্তন করা হতো। এটাই ছিল দীর্ঘ দিনের রীতি।

পবিত্র কাবার গিলাফ তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৮৫০ কেজি কাঁচা রেশম, ১২০ কেজি স্বর্ণের তার এবং ১০০ কেজি রূপার তার।

বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্সে এই গিলাফ তৈরির কাজে কর্মরত ছিলেন প্রায় ২০০ জন পেশাদার কর্মী ও প্রশাসক। তাদের প্রত্যেকেই এ বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ।

এ জাতীয় আরো সংবাদ

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন

আনসারুল হক

আগামীতে বাংলাদেশ ও সৌদির সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে

নূর নিউজ

মসজিদুল হারামে প্রথম জুমায় যা বললেন শায়েখ ইয়াসির আল-দাওসারি

নূর নিউজ