পরীক্ষামূলকভাবে চালু হলো ‘মেসেজ টু কমিশনার’

নগরবাসীর অভিযোগ সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানাতে ‘মেসেজ টু কমিশনার’ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নগরবাসীর নানা দুর্ভোগের বিষয়গুলো সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন থেকে ০১৩২০২০২০২০ ও ০১৩২০১০১০১০ এই দুই নম্বরে ভয়েস ম্যাসেজ বার্তা ও হোয়াটসঅ্যাপে নগরবাসী তাদের অভিযোগ জানাতে পারবেন।

এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে নগরবাসীকে জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নূর নিউজ

মহাসমাবেশে দুই বক্তার ‘আপত্তিকর’ শব্দচয়নের জন্য দুঃখপ্রকাশ হেফাজতের

আনসারুল হক

ঈদের শুভেচ্ছা জানিয়ে আলেমদের মুক্তি ও বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

নূর নিউজ