পর্তুগালে জনসমক্ষে নিকাব নিষিদ্ধে বিল পাস, প্রস্তাব সর্বোচ্চ ৪ হাজার ইউরো জরিমানা

পর্তুগালের পার্লামেন্টে জনসমক্ষে ‘লিঙ্গ বা ধর্মীয় উদ্দেশ্যে’ নিকাব পরা নিষিদ্ধ করতে একটি বিল পাস হয়েছে। উগ্র ডানপন্থি দল চেগা পার্টি উত্থাপিত এই বিলে নিকাব পরলে ২০০ থেকে সর্বোচ্চ ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) পাস হওয়া বিলে আরও বলা হয়েছে, কাউকে নিকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে বিমানবন্দর, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাব পরার অনুমতি থাকবে।

স্থানীয় গণমাধ্যম জানায়, এখন বিলটি সাংবিধানিক বিষয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। চূড়ান্তভাবে এটি আইনে পরিণত হলে পর্তুগালও ইউরোপের সেই দেশগুলোর কাতারে যুক্ত হবে— যেখানে জনসমক্ষে নিকাব আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমানে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে এমন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

বিলটি উত্থাপনের সময় বামপন্থি দলগুলোর নারী আইনপ্রণেতারা এর তীব্র বিরোধিতা করলেও মধ্য-ডান জোটের সমর্থনে শেষ পর্যন্ত এটি পাস হয়।

এ জাতীয় আরো সংবাদ

যে দেশে রোজা না রাখলে গ্রেফতার করে পুলিশ

নূর নিউজ

ভারতে বজ্রপাতে ৬৮ জন নিহত

আনসারুল হক

হঠাৎ ইমরান খানকে সুপ্রিম কোর্টের তলব

নূর নিউজ