পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিদের বৃত্তি প্রদানের অনুরোধ ধর্ম উপদেষ্টার

পাকিস্তানের খ্যাতনামা মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদে পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। অনুষ্ঠানে তাকে অভ্যর্থনা জানান ফেডারেল ধর্মমন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ।

পরে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টার অনুরোধের জবাবে পাকিস্তানের ধর্মমন্ত্রী জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় উভয়পক্ষ ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করতে পারস্পরিক ধর্মীয় ডেলিগেশন বিনিময়ের ব্যাপারেও একমত হয়।

ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশ বর্তমানে আন্তঃধর্মীয় সম্প্রীতির একটি মডেল। দেশে ৯১ শতাংশ মুসলমান ছাড়াও সনাতন, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করছে। প্রত্যেক নাগরিক তার ধর্ম পালনে স্বাধীন।

অন্যদিকে পাকিস্তানের ধর্মমন্ত্রী জানান, দেশটিতে ৬৭ শতাংশ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এবং ৩৩ শতাংশ বেসরকারি এজেন্সির মাধ্যমে হজে অংশ নেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. সৈয়দ আতা উর রেহমান, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সিলর মুহাম্মদ তৈয়ব আলী।

সরকারি আমন্ত্রণে বর্তমানে পাকিস্তান সফরে থাকা ড. খালিদ হোসেন ইসলামাবাদে সিরাতুন্নবী (সা.) সম্মেলনের ৫০তম সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মিঞা মোহাম্মদ শেহবাজ শরিফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গেও বৈঠক করবেন।

এ জাতীয় আরো সংবাদ

সেহরির সময় মাইকে অতিরিক্তি ডাকাডাকির প্রয়োজন নেই : শায়খ আহমাদুল্লাহ

নূর নিউজ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তি বাতিল করুন: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

আনসারুল হক

আসছে কটন কাগজের ১০ টাকার নতুন নোট

আনসারুল হক