পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে অভিনন্দন মোদির

বাসস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পাকিস্তানের ফের
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। পরমাণু শক্তিধর এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের দুই নেতার মধ্যে শুভেচ্ছার এটি একটি বিরল দৃষ্টান্ত।
খবর এএফপি’র।
শরিফ দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
সেনা সমর্থিত ৭২ বছর বয়সী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এল) তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং বেশ কয়েকটি ছোট দলের সাথে একটি জোট সরকার গঠন করেছে। এরফলে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও কারাদ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগতরা সরকার গঠন করা থেকে ছিটকে পড়ে।
মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শাহবাজকে অভিনন্দন।’
ভারত ও পাকিস্তান চির প্রতিদ্বন্ধী দু’টি দেশ। এই দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের রাজনৈতিক উত্তেজনা রয়েছে।
১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের শুরু ভারত ও পাকিস্তানকে তিনটি যুদ্ধ এবং বহুবার ছোট ছোট সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়।
তবে ভারত শরিফকে তার পূর্বসূরি খানের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখছে।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানে ইমরানের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নূর নিউজ

আফগানিস্তানকে জাতিসংঘর অন্তর্ভুক্ত করতে বিশ্বনেতাদের আহ্বান

আনসারুল হক

‘ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত আরব বিশ্বে শান্তি আসবে না’

নূর নিউজ