পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে শায়েখ সুদাইসের আহ্বান

পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য অনুদান সংগ্রহের বিষয়ে ইমামে কাবা শায়েখ আব্দুর রহমান আস সুদাইস আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে গুরুত্বপূর্ণ এক বিবৃতি জারি করেন তিনি।

গুরুত্বপূর্ণ এ বিবৃতি শায়েখ আব্দুর রহমান আস সুদাইস বলেন, সৌদির নেতৃত্বে সবসময় মুসলিম দেশগুলোকে কঠিন সময়ে সাহায্য করে আসছে। বিশ্ববাসীকে আমরা পাকিস্তানের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছি।

তিনি আরো বলেন, পাকিস্তানিরা আমাদের ধর্মীয় ভাই। তাদের সঙ্গে আমাদের গভীর ঐতিহাসিক আচার-অনুষ্ঠানের সম্পর্ক রয়েছে।

পাকিস্তানি বন্যা দুর্গতদের জন্য অনুদান সংগ্রহের অনুমোদন দেওয়া দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ানের একটি ভালো উদ্যোগ ও এটি একটি ধর্মীয় দায়িত্বও বটে।

ইমামে কাবার শায়েখ আবদুর রহমান আস-সুদাইস আরো বলেন, সৌদি নাগরিকসহ সব বিদেশিদের কাছে বন্যা দুর্গতদের সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরো সংবাদ

ওআইসির নতুন মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা

আনসারুল হক

বিশ্বজুড়ে বাড়ছে ইসলামবিদ্বেষ; আওয়াজ তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আনসারুল হক

৭০০ গাড়ি, ৮টি জেটবিমানসহ বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের যত সম্পদ

নূর নিউজ