পাপুলের আসনে জয় পেলেন নৌকার নুরউদ্দিন নয়ন

লক্ষীপুর সংবাদদাতা:

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট। নুরউদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় দেশটির আদালত। পাপুল ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২শে ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। এরপর নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

এ জাতীয় আরো সংবাদ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

নূর নিউজ

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ দলের হামলা, ১৪৪ ধারা জারি

আনসারুল হক

কোন দলের টিকিটে পররাষ্ট্রমন্ত্রী এমপি হয়েছেন, প্রশ্ন রিজভীর

নূর নিউজ