পে স্কেল অনুযায়ী ইমাম-খতিবদের বেতন দিতে মন্ত্রণালয়ে চিঠি

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতন ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রবিবার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফে যে মসজিদগুলো আছে সেগুলোতেও ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাব তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে দিয়ে যেতে চাই।

ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াকফের কার্যক্রম আমরা ডিজিটালাইজ করব।

সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের ফ্যাসিলিটিস কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি।

তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহন ফ্রি আমরা দেবো তবে কোনো অ্যালায়েন্স আমরা দেবো না।

এ জাতীয় আরো সংবাদ

স্বৈরাচার পতন দিবসকে দিনভর নানা আয়োজনে উদযাপন করবে ইসলামী আন্দোলন

আনসারুল হক

সপ্তাহ ব্যাপী ‘আবু নাখলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল সম্পন্ন

আনসারুল হক

দারুল উলুম দেওবন্দে হাদিসের দরস দিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী

আনসারুল হক