প্রতারক থেকে সাবধান, শুরু হয়নি হজের নিবন্ধন

পবিত্র হজের নিবন্ধন নিয়ে অসাধু প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনও শুরু হয়নি। এ বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

হজের নিবন্ধন নিয়ে এক শ্রেণির প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন এবং প্রাক-নিবন্ধিতদের নিবন্ধন করতে হয়। সরকারি-বেসরকারি কোটা সাপেক্ষে নিবন্ধিতরা হজে অংশ নিয়ে থাকেন। সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নিবন্ধন করতে হয়। করোনার কারণে দুই মৌসুম হজে যেতে পারেননি সৌদিতে থাকা নাগরিক ছাড়া অন্যরা।

এ জাতীয় আরো সংবাদ

একনজরে মুফতী রাফি’ উসমানির ৮৬ বছরের বর্ণাঢ্য জীবন

নূর নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে বয়ান করবেন যারা

Sufian Farabee

সন্তান না হলে যে আমল করতে বলল দারুল উলুম দেওবন্দ!

নূর নিউজ