ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তজুমদ্দিনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এইচ এম হাছনাইন
তজুমদ্দিন ভোলা প্রতিনিধি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখা।
এসময় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি ও ব্যবস্থা নিতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

০৭ এপ্রিল ২০২৫, সোমবার, বিকাল ৫ ঘটিরকার সময় ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন হাসপাতালের সামনে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমাদ, জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম আল মাহমুদ,তজুমদ্দিন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাছরুল্লাহ, শশীগঞ্জ মধ্যবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসলেহ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, সহ-সভাপতি হোসাইন আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবদুর রহিম, ইসলামী যুব আন্দোলন তজুমদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবদুর রহিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, সহ-সভাপতি হাসনাইন আহমদ,জামিল মাহমুদসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে মারা যাচ্ছে। এই নির্মম হত্যায় মুসলিমের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। ইসরাইলের এসব গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের কাছে জোড় দাবী তুলছি। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এ জাতীয় আরো সংবাদ

তাপমাত্রা সামান্য বাড়বে, তবে কমবে না শীত

আলাউদ্দিন

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

নূর নিউজ

ভাষা বৈচিত্র মহান আল্লাহর অনুপম নিদর্শন: হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর 

নূর নিউজ