বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করা সেই মেয়র গ্রেফতার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (০১ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের ‘ইশা খা হোটেল’ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজধানীর ইশা খা হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: প্রধানমন্ত্রী

নূর নিউজ

বাংলাদেশসহ ৩৮ দেশের জন্য সৌদির ‘ভ্রমণ নির্দেশিকা’

আনসারুল হক

‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’

নূর নিউজ