বন্যার্তদের সহায়তায় জরুরি ত্রাণ দেবে যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার জন্য গুরুত্বপূর্ণ ত্রাণ বিতরণের জন্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ২ দশমিক ৩ কোটি টাকা প্রদান করছে।

বাংলাদেশের উত্তরাঞ্চলে রেকর্ড মাত্রার বৃষ্টিপাত এবং বিপর্যয়কর বন্যার প্রতিক্রিয়ায় জরুরি সহায়তা হিসাবে এই অর্থ সহায়তা দিচ্ছে দেশটি।

বুধবার মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, এই অঞ্চলগুলোর মধ্যে কয়েকটি ১২০ বছরেরও বেশি সময় ধরে এমন বন্যার পানি দেখেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে এবং বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানের জন্য সহায়তা করবে।

যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতি, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা বৃদ্ধিসহ নানা ইস্যুতে গত বছরেই ১২০ মার্কিন ডলার এবং অতিরিক্ত আরো ২০০ মিলিয়ন ডলার দিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে রায়ের বিরুদ্ধে শুনানি মুলতবি

নূর নিউজ

৭ আগস্ট ঢাকায় ১৪ দলের সমাবেশ

নূর নিউজ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস

নূর নিউজ