বরিশালেও মুরাদের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাকন।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে ডাক্তার মুরাদ হাসান ও ইউটিউবার মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

কবে বাসায় ফিরবেন ওবায়দুল কাদের, সিদ্ধান্ত আজ

নূর নিউজ

পালিয়ে যাওয়া আফগানিদের আশ্রয় দেবে উগান্ডা

নূর নিউজ

বাবার আসন থেকে নির্বাচনে লড়ছেন মুফতি আমিনীর ছেলে আবুল হাসনাত আমিনী

নূর নিউজ