আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য দৌহিত্র ও পাকিস্তানের আজাদ কাশ্মীর সরকারের বর্তমান তথ্যমন্ত্রী আল্লামা পীর মাযহার সাঈদ শাহ হাফিজাহুল্লাহ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
আজ বুধবার ভোর ৫টা ৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা আবু সায়েম খালেদ, মুফতি মানসুরসহ দেশবরেণ্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশে আগমন উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী বলেন—
“বাংলাদেশ আমার কাছে প্রিয়ভূমি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরীর রেখে যাওয়া ইসলামী দাওয়াত ও জ্ঞানের আলো এখানে গভীরভাবে ছড়িয়ে আছে। আমি আশা করি, এ সফর দ্বিপাক্ষিক ভ্রাতৃত্ব, শিক্ষা-সংস্কৃতি ও দাওয়াতি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশ দুই মুসলিম দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। ভবিষ্যতে ইসলামী ঐক্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।
সফরসূচি
২৭ আগস্ট (আজ): বাদ জোহর নারায়ণগঞ্জ জামিয়া কারিমিয়ায় দ্বীনি আলোচনা এবং নারায়ণগঞ্জে আরও তিনটি প্রোগ্রামে অংশগ্রহণ।
২৮ আগস্ট: আন্তর্জাতিক সীরাত সম্মেলনে যোগদান।
২৯ আগস্ট: ঢাকার বনানীতে জুমার নামাজে খুতবা ও আলোচনা।
সফরের উদ্দেশ্য দাওয়াতি কাজ এবং বাংলাদেশের বিভিন্ন দ্বীনি মাদারিস পরিদর্শন। আয়োজক সূত্রে জানা গেছে, নির্ধারিত তিন দিনের সফরের বাইরে প্রোগ্রাম আরও বাড়তে পারে।