বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের ওমরাহ ভিসা নিবন্ধনে লাগবে আঙুলের ছাপ

সৌদি আরবে ওমরাহ হজ করার জন্য ইলেকট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডাটা দিতে হবে হজযাত্রীদের।

বাংলাদেশ, মালয়েশিয়া, তিউনিসিয়া, কুয়েত ও যুক্তরাজ্যের মুসলমানদের এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।

প্রথমেই ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে এ নিবন্ধন করতে হবে। এরপর আবেদনকারীর পরিচয় যাচাইয়ে পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে। এ ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে ১০টি আঙুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পন্ন করতে হবে।

ভিসা ইস্যুর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে মোবাইলে বায়োমেট্রিক ডেটা নেওয়ার এ নিয়ম চালু করল সৌদি আরব।

এ জাতীয় আরো সংবাদ

এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহওয়া

Sufian Farabee

আফগানিস্তানে হিউম্যান রাইটস কমিশনসহ ৫টি বিভাগ বিলুপ্ত করল তালেবান সরকার

আনসারুল হক

এবার ইসলাম সংস্কার করতে চায় এমানুয়েল ম্যাঁক্রো

নূর নিউজ