বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় মালদ্বীপের প্রধান বিচারপতি

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ সোমবার মালদ্বীপের প্রধান বিচারপতি আহমেদ মুতাসিম আদনানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রধান বিচারপতি বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া দেশের সর্বোচ্চপর্যায়ে ভিজিট ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। হাইকমিশনের পক্ষ হতে মালদ্বীপে আটক ও বিচারাধীন বাংলাদেশিদের বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার বিষয়ে অনুরোধ জানানো হয়।

এ সময় হাইকমিশনার বিচারাধীন ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ করেন।

সাক্ষাতকালে মিশনের প্রথম সচিব সোহেল পারভেজ ও সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার ফয়সাল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

হোয়াইট হাউজের সামনে সুরক্ষার দাবিতে সংখ্যালঘুদের ৩২টি সংগঠনের বিক্ষোভ

নূর নিউজ

কোরবানির এই ঈদ যত ঘনিয়ে আসছে রেমিট্যান্সের পরিমাণ ততই বাড়ছে

নূর নিউজ

কাতারে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার কণ্ঠ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনসারুল হক