বাগেরহাটে আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যাগে ঈদ উপলখ্যে ফুড-প্যাকেজ বিতরণ

আজ (১লা) মে রবিবার সকাল ১০টায় আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যোগে বাগেরহাটের শরণখোলা উপকুলীয় এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় পরিবারে সেমাই, পোলাও চাল, দুধ, সয়াবিন তৈল,পিয়াজ, মুরগীহ নিত্য প্রয়োজনীয় আইটেম সম্বলিত আন-নূর ঈদুল ফিতর ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

বিতরণ কাজে অংশ নেন আন-নূর হেল্পিং হ্যান্ড বাগেরহাট জেলা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান শাহেদী, বিশিষ্ট সমাজকর্মী রাসেল আহমেদ, হাফেজ মানসুরুল ইসলাম,নহেমায়েত পহলান, ছগির হাওলাদার, মোস্তফা,মাসুদসহ একটি স্বেচ্ছাসেবি টিম।

এ জাতীয় আরো সংবাদ

পদ্মা সেতুতে ধাক্কা, তদন্ত করবে সেনাবাহিনী

নূর নিউজ

নওমুসলিম স্বামীর মুক্তি চেয়ে নওমুসলিম স্ত্রীর সংবাদ সম্মেলন

নূর নিউজ

দেশীয় ঐতিহ্যের মাধ্যমে কাতারে বিয়ে সারলেন জসীম ও সাদিয়া দম্পতি

নূর নিউজ