বাগেরহাটে মারা যাওয়া তাকরিম বিশ্বজয়ী হাফেজ নন

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে হাফেজ মো. তাকরিম শেখ (২০) মারা গেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

হাফেজ তাকরিম শেখ (২০) উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র। এর আগে তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে কোরআন হেফজ সম্পন্ন করেন।

পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকরিম শেখকে বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে মারা যাওয়ার খবরটি তিনি শুনেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এদিকে হাফেজ তাকরিম শেখের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের মৃত্যু হিসেবে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি পুরোপুরি অসত্য ও গুজব বলে নিশ্চিত করেছেন হাফেজ তাকরিমের শিক্ষক মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম

অসত্য তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরীম আলহামদুলিল্লাহ সুস্থ ও নিরাপদ আছে।

তিনি বলেন, সালেহ আহমাদ তাকরীম, মুয়াজ মাহমুদ সহ ফয়জুল কুরআনের একাধিক কৃতি ছাত্রকে নিয়ে প্রায় সময় সম্পূর্ণ মিথ্যে ও অনুমান নির্ভর তথ্য ছড়ানো হয়ে থাকে, যা অত্যন্ত বেদনাদায়ক।
প্রিয় দেশবাসীর কাছে এই জাতীয় গুজবে কান না দেবার অনুরোধ রাখছি।

এ জাতীয় আরো সংবাদ

হাতিয়ার বন্যার্তদের পাশে বাংলাদেশ খেলাফত যুব মজলিস

আনসারুল হক

যে কোনো মূল্যে মানুষের আস্থা ধরে রাখতে হবে : তারেক রহমান

Sufian Farabee

সিলেবাস কমানোর দাবিতে সড়ক অবরোধ করলো এসএসসি পরীক্ষার্থীরা

আলাউদ্দিন