বান্দরবানে অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশীয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৫ এর একটি দল।

আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩), মো. খাইরুল আমিন (১৯)। তারা সবাই কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশীয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আনসারুল হক

পঞ্চগড়ে কাদিয়ানিদের হামলার নিন্দা খতমে নবুওয়তের

নূর নিউজ

এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা

Sufian Farabee