বারো মাসে হাফেজা হলেন ১২ বছর বয়সী আফরোজা

মাত্র ১২ মাসে করআনুল কারিমের হিফজ সমাপ্ত করেছেন আফরোজা খাতুন।

আফরোজা খাতুন কুষ্টিয়া ভেড়ামারা মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার ছাত্রী। দেশের বাড়ি মহেশপুর ঝিনাইদহ। আফরোজার বড় বোনও হাফেজা।

কুষ্টিয়া ভেড়ামারার মাসুমা জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আমজাদ  বলেন, আফরোজা খুবই মেধাবী, শেষের দিকে সে দশ পৃষ্ঠা করে সবক শুনিয়েছেন। মুফতি আব্দুল্লাহ তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

মাসুমা জান্নাত মহিলা মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজা, আলেমা ১৯৯৪ সাল থেকে কোরআনের খেদমত করে আসছেন। এ পর্যন্ত নিজ হাতে বহু হাফেজা তৈরি করেছে। মুফতি আব্দুল্লাহ তার মাদরাসার সকল ছাত্রি ও প্রতিষ্ঠানের জন্য সকলের সার্বিক দোয়া কামনা করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে আল নূরের রমজান মাসব্যাপী ৩ কার্যক্রমের উদ্বোধন

আনসারুল হক

কুরআন পোড়ানো ঠেকাতে ডেনমার্কে আইন পাস

নূর নিউজ

২৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘২১তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২১’

নূর নিউজ