বিএনপিপন্থী না হয়ে জনগণের পক্ষের সাংবাদিক হোন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আপনারা বিএনপিপন্থী সাংবাদিক না হয়ে জনগণের সাংবাদিক হবেন। শেখ হাসিনার প্রেস কনফারেন্সে সাংবাদিকদের যে ভূমিকা দেখা গেছে, তা ছিল ‘নির্লজ্জ সাংবাদিকতা’।

মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা গত ১০-১৫ বছরের সাংবাদিকতার সমালোচনা করে বলেন, কারা নিজেদের দেশকে বিক্রি করে দিয়েছে এবং স্বৈরাচারের সঙ্গে থেকে সাংবাদিকতা ধ্বংস করেছে, তা সবাই দেখেছে। তিনি সাংবাদিকদের জনগণের পক্ষে থেকে কাজ করার আহ্বান জানান।

আমীর খসরু আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জেল সুপারের আচরণে পরিবর্তন আসে। আমার মনে হয়েছে, ‘আমি যেন জেলের মালিক, আর তারা বন্দি কয়েদি।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গত ১৪-১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। হাজার হাজার নেতাকর্মী জেলে ছিলেন, অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন এবং পঙ্গু হয়েছেন। তিনি এই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব জনগণকে দিতে চান, কারণ এটি জনগণেরই আন্দোলন।

এ জাতীয় আরো সংবাদ

মাওলানা সাঈদীর মৃত্যুর পর শাহবাগে বিশৃঙ্খলা, ৫ হাজার জনকে আসামি করে মামলা

নূর নিউজ

গাজীপুর সিটি নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে জনগণ রাজপথে নেমে আসবে

নূর নিউজ

যে কারণে বিএনপির মহাসমাবেশ পেছাল

নূর নিউজ