বিএনপির সমাবেশ আজ, প্রধান অতিথি তারেক রহমান

বিএনপি আজ বুধবার সমাবেশ করবে। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন না কি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালিই উপস্থিত থাকবেন তিনি।

এতে বলা হয়, তারেক রহমান ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা।

সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

সবার চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর ছাড়লেন ডা. মুরাদ

নূর নিউজ

নৌকা পেয়েই প্রতিপক্ষের সমর্থককে গুলি চেয়ারম্যান প্রার্থীর ভাতিজার

আনসারুল হক

সরকার পতনের এক দফা: নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপি

নূর নিউজ