বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: বিদায়ী প্রধান বিচারপতির

বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড উল্লেখ করে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আগামী ২৫শে সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি চলবে। সে জন্য আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

বিদায়ী প্রধান বিচারপতি আরও বলেন, মানুষ শাসন বিভাগ, আইন বিভাগের প্রতি আস্থা হারাতে পারে। কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক। সংবিধানের রক্ষক। তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে।

এর আগে প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ

বেসরকারিভাবে টিকা আমদানি করলে চরম ভুল করবে সরকার: ডা. জাফরুল্লাহ

আলাউদ্দিন

১২ কেজির গ্যাস সিলিন্ডারে দাম কমল

নূর নিউজ

দূর্গাপূজায় ‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে: উপদেষ্টা

আনসারুল হক