বিচারে ন্যায় নিশ্চিত হোক, ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে: মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশে গত ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে পারে।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ দ্বিতীয় দিনের মতো জবানবন্দি প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। মামলাটিতে তিনি ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।

এ মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য দুই আসামি বর্তমানে পলাতক।

জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, “গত ১৫ বছরে আমি বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান, বিস্তার ও পতন প্রত্যক্ষ করেছি। জুলাইয়ের গণহত্যার পর ট্রাইব্যুনালের পুনর্গঠনের মাধ্যমে বিচার শুরু হওয়ায় আমি মনে করি, একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখা আমার কর্তব্য।”

তিনি আরও বলেন, “আমি চাই আসামিরা উপযুক্ত শাস্তি পাক। শহীদ পরিবার ও আহতদের পরিবারের দীর্ঘদিনের শোক কিছুটা হলেও লাঘব হোক। একইসঙ্গে ভবিষ্যতে যেন এমন দুঃশাসন আর ফিরে না আসে—সেই শিক্ষা দিক এই বিচার। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলা হয়েছিল, ‘Never Again’।’’

মাহমুদুর রহমান অভিযোগ করেন, এই হত্যাযজ্ঞের সময় শেখ হাসিনা ও তার সরকারের উচ্চপদস্থরা কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি। বরং যারা হত্যার নির্দেশ দিয়েছেন কিংবা তা ঠেকানোর চেষ্টা করেননি—তাদের সবাইকে কমান্ড রেসপন্সিবিলিটি–র আওতায় আনা উচিত।

জবানবন্দি শেষে ট্রাইব্যুনালে পলাতক আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন।

এ জাতীয় আরো সংবাদ

৭০ বছরে বিয়ে করলেন বাগেরহাটের অধ্যাপক শওকত আলী

নূর নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানি পিছিয়ে রোববার

নূর নিউজ

দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় ছিটকে সড়কে, ২ বাইক আরোহী নিহত

নূর নিউজ