বিদায়ী রাষ্ট্রদূত নজরুল ইসলামের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া সমিতির মধ্যাহ্নভোজ

কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার মাটির হাড়ি রেস্টুরেন্টে কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি।

ভোজপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এ,কে,এম, আমিনুল হক (কাজল)।
সংগঠনের যুগ্ম-সদস্য সচিব আমিনুল ইসলাম সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির, সংগঠনের সিনিয়র যুগ্ম-আহবায়ক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা, সদস্য সচিব সোলাইমান খান, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, যুগ্ম-সদস্য সচিব নাজমুল হোসেন লিমন ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক আহসান উল্লাহ হাসান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, তৌশিক আহমদ, কাউসার আহমদ, সাদ্দাম হোসেন, রহমত উল্লাহ ফারিয়াজ, হাফেজ বাহাউদ্দিন, ইফতেখার সোহাগ সহ আরও অনেকে।

সমিতির পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রদূতকে ক্রেস্ট প্রদান করেন সিনিয়র নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

কুরআন অবমাননাকারী মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : হেফাজত

নূর নিউজ

আল নূর সেন্টারের আহ্বান: দেশের প্রতিটি থানা ও আদালতে প্রবাসী হেল্প ডেস্ক স্থাপন করুন

আলাউদ্দিন

২ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিকের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

নূর নিউজ