বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী এমিনি এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের স্ত্রী এমিনি এরদোগান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটউট অব পিস অ্যান্ড ডেভলপমেন্ট (আইএনএসপিএডি) বিশ্বের শীর্ষ ১০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংস্থাটি তাদের এ তালিকায় রেখেছে। এমিনি তাদের মধ্যে একজন।

বেলজিয়াম ও পাকিস্তানে সংস্থাটির সদর দফতর রয়েছে। সমাজে উন্নয়নমূলক বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতি, পরিবেশ এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কাজ করে এই তালিকায় স্থান পেয়েছেন এমিনি। সম্প্রতি গাম্বিয়ায় একটি মসজিদের নতুন সংস্করণের উদ্বোধন করেছেন তিনি।

এছাড়াও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে এমন কয়েকটি সংস্থার সাথেও যুক্ত আছেন এমিনি।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মুসলিমদের যে কোনো সমস্যায় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী এমিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

হজযাত্রীদের রাজনৈতিক প্রচারণা থেকে দূরে থাকার নির্দেশ সৌদি আরবের প্রধান মুফতির

নূর নিউজ

বন্ধ হয়ে যেতে পারে আমেরিকান নাগরিকদের দেশে ফেরা

আনসারুল হক

ওয়াকফ আইন নিয়ে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের বৈঠকে ৫ প্রস্তাবনা

আনসারুল হক