বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। বেনজীর আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত ১০ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

এদিকে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিষয়টি ইন্টারপোলের আইনি পর্যালোচনাধীন।

এ জাতীয় আরো সংবাদ

ভোলায় বন্যা ও বেড়িবাঁধ ভেঙে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

আনসারুল হক

ইরানে ইসরাইলী হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

আনসারুল হক

এনু-রুপনসহ ১১ জনকে ৭ বছর কারাদণ্ড, ৪ কোটি টাকা জরিমানা

নূর নিউজ