বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার আত্মত্যাগ: পীর সাহেব চরমোনাই

“বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২৪-এর জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন ও রক্ত উৎসর্গ করেছে” — রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি শহীদদের প্রতি দোয়া ও আহতদের আরোগ্য কামনা করেন এবং বলেন, “খুনি হাসিনা সেদিন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন।”

তিনি অভিযোগ করেন, যারা দেশে গুম, খুন, টাকা পাচার ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, তাদেরই উত্তরসূরিরা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। পীর সাহেব বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। আসুন, সবাই মিলে পিআর পদ্ধতির মাধ্যমে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ি।”

সমাবেশে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, “এক বছর আগে যারা শহীদ হয়েছেন, তারা ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন। কিন্তু এখনো কিছু মহল দুর্নীতি ও টেন্ডারবাজিকে বৈধতা দিতে চায়। তাদের মধ্যে পিআর-এর অনুভব নেই, বিচার চাওয়ার আগ্রহও নেই।”

দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, “জুলাই বিপ্লব জনআকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। এ বিপ্লবের ফসল হবে একটি গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র।”

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগই ফ্যাসিবাদ পতনের মূল শক্তি। সেনাবাহিনীর ভূমিকাও ছিল গৌরবোজ্জ্বল। প্রশাসন ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না।”

অন্যান্য বক্তারা বলেন, “ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী জনগণের অধিকারের কণ্ঠ রোধ করেছে। অতীতের শোষণ-নিপীড়ন থেকে শিক্ষা নিয়ে পিআর পদ্ধতির ভিত্তিতে একটি ন্যায়ের রাষ্ট্র নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশ শেষে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এক বিশাল গণমিছিল বায়তুল মোকাররম থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল ‘জুলাই বিপ্লব’ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী ও কলরব, মানযিল ও সুরের তরীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত পর্যন্ত চলা দোয়া মাহফিলে উলামায়ে কেরাম শহীদদের স্মরণে আলোচনায় অংশ নেন।

এ জাতীয় আরো সংবাদ

পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থী ২ ভাইয়ের মৃত্যু

আনসারুল হক

শেখ হাসিনার সময়ে ধর্ষণের কোনো বিচার হয়নি : আফরোজা আব্বাস

আনসারুল হক

ঐকমত্য কমিশনের ১৪৫ প্রস্তাবে একমত ইসলামী আন্দোলন বাংলাদেশ

আনসারুল হক