ব্রাহ্মণবাড়িয়া-০২ আসনে ব্যাপক গণসংযোগ করছেন মাওলানা জুনায়েদ আল হাবিব

ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব পথসভা ও গণসংযোগ বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, আশুগঞ্জ বাজার, উচালিয়াপাড়া বাজার,অরুয়াইল,পাক শিমুল, চুন্টা , কালিগচ্ছ বাজার ও শাহবাজপুরসহ বিভিন্ন স্পটে মাওলানা জুনায়েদ আল হাবিব সহ দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

তাঁর সফর সঙ্গী হিসেবে আছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা এহসানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী ইয়াকুব উসমানী, সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম জালালী, সাধারণ সম্পাদক মুফতি বশীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী নুরুল ইসলাম লাল বাদশা প্রমুখ।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-০২ আসন আলেম-উলামা বান্ধব আসন। এই আসনে জাতীয় নির্বাচন করেছেন জগত বিখ্যাত আলেম ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহ. ও মুজাহিদে আজম মুফতি ফজলুল হক আমিনী রহ.মত ইসলামের মহান সাধক ও জনবান্ধব মহামনেষী।

তাঁদের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম, মুসলমান দেশ ও সাধারণ মানুষের কথা সংসদে বলতে চান এবং তাঁদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান বলে ভোটার ও এলাকাবাসীর সামনে প্রতিশ্রুতি দেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

দেশবাসীর প্রতি পীর সাহেব চরমোনাইয়ের ঈদ শুভেচ্ছা বার্তা

নূর নিউজ

অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকার ঘোষণা আব্বাসীর

আনসারুল হক

‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলেই সমস্যার সমাধান হবে না’

আনসারুল হক