ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় করে দুই গ্রুপের সংঘর্ষ

চারদিকে পানি আর পানি। বন্যায় ভাসছে ফসলের মাঠ। এ নিয়ে বেশ অসুবিধায় পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ। কিন্তু এর মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে নৌকায়-ই গ্রামবাসীর সংঘর্ষে হয়েছে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কড়াগাঙ্গ এলাকায় পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। বন্যার মধ্যেও তারা সংঘর্ষের প্রস্তুতি নেয়। শনিবার দুপুরে দুই গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের কথা শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করব।

সরাইল সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

তজুমদ্দিনে মায়ের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ বছরের শিশু, মৃত অবস্থায় উদ্ধার

আনসারুল হক

আল্লামা বাবুনগরীর ইন্তেকালে মিছবাহুর রহমান চৌধুরীর শোক

নূর নিউজ

১৫ আগষ্ট কওমী মাদ্রাসায় খতম ও দোয়া মাহফিল করার আহবান এদারায়ে তালিমিয়্যাহ ব্রাহ্মণবাড়িয়ার

আনসারুল হক