ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কী বললো তা নিয়ে বিএনপি ভাবে না : মির্জা ফখরুল

ভারত, যুক্তরাষ্ট্র কী বললো তা নিয়ে বিএনপি ভাবে না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কী বললো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমাদের দরকার মানুষ কী বলে। ’শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে।

আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপি’র নয়, গোটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই দানবকে পরাজিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান ও তার স্ত্রীকে দুর্নীতি মামলায় সাজা দেওয়া হয়েছে। পতন যখন অবশ্যম্ভাবী তখন এসব ক্যারিকেচার করে লাভ নেই।সরকারের সময় শেষ। দিশেহারা হয়ে অসংলগ্ন কথা ও কাজ করছে সরকার।

এ জাতীয় আরো সংবাদ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

রমজানের আগেই যেসব কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

Sufian Farabee

৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস

নূর নিউজ