ভারতে করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউটে আগুন

নূর নিউজ: ভারতের পুনে শহরে অবস্থিত করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক কারখানা সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুন লাগে ইনস্টিটিউটের একটি অংশে। তবে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে ভ্যাকসিন।

ভারতের সংবাদমাধ্যম আজ বিকেলে জানায়, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনিক ভবন অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর ১০টি ইউনিট। আগুন লাগা অংশে এক ব্যক্তি এখনো আটকে আছে বলে খবর পাওয়া গেছে।

বৃহৎ পরিসরের সেরাম ইনস্টিটিউটের একটি অংশে এই আগুন লাগে। কিন্তু সেখান থেকে ভ্যাকসিন তৈরির জায়গা অনেকটাই দূরে। ফলে আগুনের আঁচ ভ্যাকসিন তৈরির জায়গায় পর্যন্ত যায়নি।

এদিকে, আজ সকালে ভারত থেকে পাঠানো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা (কোভিশিল্ড) বাংলাদেশে এসে পৌঁছায়। পরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এসব টিকা হস্তান্তর করেন।

এ জাতীয় আরো সংবাদ

বাইরে থেকে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল, দাবি রাশিয়ার

নূর নিউজ

১৮ বাংলাদেশী ওমরাহ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ইসলামী আন্দোলন-এর শোক

নূর নিউজ

রমজানে বেসরকারি খাতে কর্মঘন্টা কমানোর উদ্যোগ আরব আমিরাতের

নূর নিউজ